চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, নিহত বেড়ে ১৭

অনলাইন ডেস্ক

২২ জুলাই, ২০২৩ | ১২:৫৩ অপরাহ্ণ

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুরে যাত্রীবাহী বাস পড়ে নিহত বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ ও দুজন শিশু। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

 

আজ শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে ১৭টি লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অবস্থায় অন্তত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট