সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো বিএনপি পদযাত্রা শুরু করেছে। বুধবার (১৯ জুলাই) ঢাকা মহানগর আয়োজিত পদযাত্রাটি সকাল ১১টা ১০ মিনিটে আব্দুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হয়েছে। এই পদযাত্রা বিকালে যাত্রাবাড়ীর চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরু হয়ে এয়ারপোর্ট, কুড়িল, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ ও আবুল হোটেল পর্যন্ত নিয়ে আসবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এরপর আবুল হোটেল থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রা শুরু করে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী গিয়ে শেষ করবে।
বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল রাজধানীর পল্টন ও এর আশাপাশ এলাকায় পদযাত্রা করবে।
আজকের পদযাত্রায় নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন।
পূর্বকোণ/পিআর