পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৮৩২ জন হাজি।
এ বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ১০৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সবশেষ রবিবার (১৬ জুলাই) এম এ এস সাত্তার (৬৬) নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়, রবিবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৬৬টি। এর মাঝে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৯টি।
এদিকে হজে গিয়ে এ বছর এখন পর্যন্ত ১০৮ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মাঝে পুরুষের সংখ্যা ৮৩ ও নারী ২৫ জন। সৌদি আরবের আইন অনুযায়ী সেখানেই তাদের দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।
পূর্বকোণ/মাহমুদ