চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

‘শেখ হাসিনাকে বিজয়ী করে মেসিকে দেশে আনা হবে’

অনলাইন ডেস্ক

১৪ জুলাই, ২০২৩ | ৮:২৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার পর বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে বাংলাদেশে আনা হবে। ২০০৯ সালে মেসিকে দেশে আনা হয়েছিলো আবারও আনব ইনশাল্লাহ।

 

শুক্রবার (১৪ জুলাই) বিকালে ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আমরা দেশে ফুটবল নিয়ে কাজ করছি। যেন এ ফুটবল খেলাকে আরও উন্নত করা যায়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট