চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আওয়ামী লীগেরও একদফা, শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন নয়: কাদের

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২৩ | ৮:১৯ অপরাহ্ণ

‘আওয়ামী লীগেরও একদফা, শেখ হাসিনার অধীনে ছাড়া কোনো নির্বাচন হবে না’ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

আজ বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এই কথা বলেন।

 

কাদের বলেন, বিএনপির শেখ হাসিনার পদত্যাগের স্বপ্ন পূরণ হবে না। বিএনপির বিরুদ্ধে এবার খেলা হবে। জঙ্গিবাদ লুটপাট সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগের এক দফা সংবিধান সম্মতভাবে নির্বাচন করা।

 

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিদেশি বন্ধুদের বলতে চাই আপনাদের মতো আওয়ামী লীগও চায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যারা সুষ্ঠু নির্বাচন করতে বাধা দিতে চায় তাদের প্রতিহত করবে আওয়ামী লীগ।

 

এর আগে, দুপুর ৩টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট