চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কাল থেকে নিয়মিত বিচারকার্যে ফিরছে সুপ্রিমকোর্ট

অনলাইন ডেস্ক

৮ জুলাই, ২০২৩ | ৮:২৮ অপরাহ্ণ

ঈদুল আজহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ও কোর্টের অবকাশ ছুটি শেষে রবিবার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।

 

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে রবিবার থেকে বিচারকার্য পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত এসব বেঞ্চের বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চ রয়েছে।

 

ঈদুল আজহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ও কোর্টের অবকাশ ছুটি মিলিয়ে গত ২২ জুন থেকে আজ (৮ জুলাই) পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট