চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পাপিয়াকে কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর

অনলাইন ডেস্ক

৪ জুলাই, ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াকে।

 

সোমবার (৩ জুলাই) বিকেল তাকে বিশেষ নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে কুমিল্লা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) ওবায়দুর রহমান।

 

তিনি জানান, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কারাগারের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ স্থানান্তর করা হয়েছে।

 

জানা যায়, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে থাকার সময় পাপিয়া ও তার সহযোগীর বিরুদ্ধে কারাগারের হাজতি ও শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে নির্যাতন এবং তার কাছে থাকা টাকা-পয়সা লুট করার অভিযোগ ওঠে।

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট