চট্টগ্রাম বুধবার, ২৬ জুন, ২০২৪

সর্বশেষ:

ভারত থেকে এল সাড়ে ৭ টন কাঁচামরিচ, কমতে পারে দাম

২৬ জুন, ২০২৩ | ২:১৬ অপরাহ্ণ

ভারত থেকে আমদানির অনুমতি পাওয়ার প্রথম দিনেই সাড়ে ৭ টন কাঁচামরিচ এসেছে। ফলে বাজারে কমতে পারে কাঁচামরিচের দাম।

সোমবার (২৬ জুন) হিলি স্থলবন্দরের মাহবুব ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভারত থেকে সাড়ে ৭ টন কাঁচামরিচ নিয়ে একটি ট্রাক ইতোমধ্যে প্রবেশ করেছে। আরও কয়েকটি ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে।

প্রায় ১০ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ ও টমেটো আমদানি করা হচ্ছে। যার ফলে দেশের বাজারে কমতে পারে দাম। গত বছরের ২৪ আগস্ট থেকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল।

এর আগে, কৃষি মন্ত্রণালয় জানায়, রোববার সকাল থেকে ৩০টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৬০০ টন কাঁচামরিচ এবং ৬৮টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, আজ রাজধানীর বিভিন্ন বাজারে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়। যা এক মাস আগে ছিল ৮০-১৬০ টাকা।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট