চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

রাতেই উৎপাদনে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

অনলাইন ডেস্ক

২৪ জুন, ২০২৩ | ৮:৪০ অপরাহ্ণ

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র আবারও যাচ্ছে উৎপাদনে। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় আজ দিবাগত রাতেই উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। বর্তমানে কয়লা খালাসের কাজ চলছে।

 

ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটও। এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে কয়লা আসার পরপরই কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

পায়রা বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী জানান, আজ শনিবার (২৪ জুন) শিডিউলে কেন্দ্রটির উৎপাদনে আসার সময় নির্ধারিত রয়েছে। তিনি আরও বলেন, রাত ১২টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রটি চালু হবে। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট