চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু কাল

অনলাইন ডেস্ক

২০ জুন, ২০২৩ | ১০:৩১ অপরাহ্ণ

আগামীকাল বুধবার থেকে ঈদুল আজহা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

 

বুধবার সকাল ৮টা থেকে ৬ দিনব্যাপী এই টিকিট বিক্রি কার্যক্রম রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে শুরু হবে। এবার অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রির সময় সার্ভারের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

ফিরতি টিকিটের মধ্যে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি করা হবে। এছাড়া ১ জুলাইয়ের টিকিট ২১ জুন বিক্রি করা হবে।

 

সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট। এবার ঈদে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার।

 

ঈদে ৮ জোড়া বিশেষ ট্রেন যখন যেখান থেকে ছাড়বে

 

ঈদ স্পেশাল ট্রেনের টিকিটও এবার অনলাইনে দেওয়া হবে। একজন যাত্রী ঈদের আগে একবার এবং ঈদের পরে একবার করে টিকেট নিতে পারবেন। একজন যাত্রী একটি আইডি দিয়ে ৪টি টিকেট নিতে পারবেন, সেক্ষেত্রে যাত্রীর সঙ্গে থাকা বাকি ৩ সহযাত্রীর বিবরণ টিকিটে উল্লেখ করতে হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট