চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ১৩ বছর আত্মগোপন, অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৩ | ৩:২৮ অপরাহ্ণ

ফেনীর ফুলগাজীতে সিএনজিচালিত অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার সুমন চন্দ্র রায় (৪৩) চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুর গ্রামের হারাধন চন্দ্র রায়ের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) রংপুরের মাহিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অটোরিক্সা চালককে হত্যার ১৩ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, গ্রেপ্তার এড়াতে ছদ্মনামে রংপুরের মাহিগঞ্জ এলাকায় অবস্থান করছে সুমন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ভিকটিম মো. মুলকত আহাম্মদ ওরফে কালা মিয়া অটোরিক্সা চালক ছিলেন। ভিকটিমের অটোরিক্সা ও মোবাইল ফোন লুট করার জন্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে। পরে ভিকটিমের ভাই বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আদালত সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট