আজ বিশ্ব দুগ্ধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত আজ চট্টগ্রাম প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে দিবসটি পালিত হবে। দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টেকসই দুগ্ধ শিল্প : সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ জুন) সকাল দশটায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান। অনুষ্ঠানের সভাপত্বি করবেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. এ কে এম হুমায়ন কবির।
পূর্বকোণ/পিআর