মোবাইল জার্নালিজমকে (মোজো) শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর যৌথ উদ্যোগে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ (২৫ মে) বৃহস্পতিবার দুপুর ১২টায় অনলাইন প্লাটফর্ম জুমে “খুলনায় মোবাইল সাংবাদিকতায় পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মসূচী” শিরোনামে এ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর ড. এস এম মাহবুব উল হক মজুমদার বলেন, মোবাইল জার্নালিজম এখন একটি ক্রমবর্ধমান সম্ভাবনাময় সাংবাদিকতা। এর মাধ্যমে গ্রামাঞ্চলের ছোট ছোট ঘটনাও খুব সহজে জানা সম্ভব হবে।
এনইউবিটিকে’র রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন, মোবাইল জার্নালিজমে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে নর্দান বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় সুযোগ সুবিধা সরবারহ করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সাংবাদিকতা আরো তরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিআইইউ’র মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ এম এম হামিদুর রহমান বলেন, দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শুরু যাওয়া মোবাইর জার্নালিজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।
এনইউবিটিকে’র জেএমসি বিভাগের প্রভাষক মো. মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইইউ’র জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) ডিপার্টমেন্টের প্রধান আফতাব হোসেন এবং সমাপনী বক্তব্য রাখেন এনইউবিটিকে’র সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের (জেএমসি) প্রধান মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরেন ডিআইইউ’র জেএমসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান।