চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মির্জা ফখরুল ফের করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

২৩ মে, ২০২৩ | ১২:০৩ অপরাহ্ণ

ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।

 

এদিন সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব গতকাল সোমবার দুপুর থেকে অসুস্থবোধ করছিলেন।

 

প্রসঙ্গত, এ নিয়ে তৃতীয়বারের মতো করোনা আক্রান্ত হলেন মির্জা ফখরুল। গেল বছরের ১১ জানুয়ারি তিনি প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর ২৫ জুন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি করোনাভাইরাসরোধে চার ডোজ টিকা গ্রহণ করেছেন। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট