চট্টগ্রাম শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ভোলায় দেশের ২৯তম গ্যাসক্ষেত্র আবিষ্কার

২২ মে, ২০২৩ | ১১:২৯ পূর্বাহ্ণ

ভোলার ইলিশা-১ উত্তরের আওতাধীন নদীর ঠিক ওপরের দিকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে। এখান থেকে ২৬ থেকে ৩০ বছর গ্যাস আহরণ করা যাবে।

সোমবার (২২ মে) সকালে রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, একটা বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো। গ্যাস সংকটের মধ্যে দেশের জনগণের জন্য এটা সুখবর।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ভোলা-১, ভোলা-২ এবং ইলিশা গ্যাসক্ষেত্র মিলে প্রায় ৩ টিসিএফ গ্যাস মজুদ আছে বলে আমরা আশা করছি। শুধু ইলিশায় ২ বিসিএফ গ্যাস মজুদ থাকতে পারে, যার মূল্য ২৬ হাজার কোটি টাকা। ভোলার গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমরা কাজ করছি। পাইপলাইন নির্মাণ করে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

নসরুল হামিদ জানান, সবগুলো শিল্পাঞ্চলে যেন নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পৌঁছাতে পারে সে পরিকল্পনা নিচ্ছে সরকার। ইলিশার গ্যাস ৩ বছরের মধ্যে বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হবে।

তিনি বলেন, ভোলার গ্যাস শিল্পসহ নানামুখী ব্যবহার করতে চাই। ভোলার জনগণের বাসায় গ্যাস কিভাবে পৌঁছে দেয়া যায় সেটা ভাবা হচ্ছে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট