চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল: সালসাবিল

অনলাইন ডেস্ক

২০ মে, ২০২৩ | ৫:৫৬ অপরাহ্ণ

এক নারী এয়ার হোস্টেসের কারণে গায়ক মাইনুল আহসান নোবেল মাদকাসক্ত হয়েছেন বলে দাবি করেছেন তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।

 

শনিবার (২০ মে) ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। তবে নোবেলের সাবেক স্ত্রী ওই এয়ার হোস্টেসের নাম বলেননি। এর আগে তাকে আজ ডিবি কার্যালয়ে ডাকা হলে তিনি আসেন।

 

সালসাবিল আরও বলেন, ‘নোবেল মাদক সেবন করে বাসায় এসে আমাকে নির্যাতন করতো। একদিন ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নোবেল তখন পুলিশ সদস্যদের কাছে স্বীকার করেছে মাদক সেবনের কারণে আমাকে মারধর করেছে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি। যদিও পরে আর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিইনি।’

 

তিনি বলেন, ‘আজ ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।’

 

নোবেলের গ্রেপ্তারের বিষয়ে গোয়েন্দা পুলিশের কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘নোবেল একজন প্রতিষ্ঠিত গায়ক। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। এরই মধ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ হাইস্কুলে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গান গাওয়ার চুক্তি করেন নোবেল। তাদের কাছ থেকে অগ্রিম ১ লাখ ৭৫ হাজার টাকা নেন। নিজেও যাওয়ার কথা জানিয়ে বিজ্ঞাপন দিয়েছেন। কিন্তু পরে অনুষ্ঠানে যাননি। টাকা চাওয়ার পর তা ফেরতও দেননি। এ ঘটনায় আয়োজক মামলা করেন। কিন্তু নোবেল মামলার পরও পুলিশ কিংবা আদালতে আত্মসমর্পণ করেননি।’

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট