চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সবজির বাজার লাগামহীন

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ

বেশ কিছুদিন ধরেই চড়া সবজির বাজার। বাজারে প্রায় সব সবজিই ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে। অনেক আগেই ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে গরুর মাংস। লাগামহীন সবজি বাজারে এখন চোখ রাঙাচ্ছে মসলা জাতীয় পেঁয়াজ-রসুন-আদা পণ্য। চলতি সপ্তাহে আবারো বেড়েছে তেলের দাম। তবে ব্রয়লার মুরগির দাম ৩০ টাকা কমেছে। গতকাল (বৃহস্পতিবার) নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। এসব বাজারে আকারভেদে প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০, ধুন্দল ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে ৪০- ৫০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৭০ টাকা, কাকরোল ১০০ থেকে ১২০ টাকা, বেগুন ৫০ থেকে ৭০, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, আলু ৩৫, মিষ্টি কুমড়া ৩৫ থেকে ৪০ টাকা। এ ছাড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। এদিকে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে ডিমের বাজারে। বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকায়। ব্রয়লার মুরগির দাম কমে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ১৯০ টাকায়। তবে সোনালী এখনো বিক্রি হচ্ছে ৩৩০-৩৪০ টাকায়। দাম বেড়েছে মসলাজাতীয় পণ্যের। কোরবানি ঈদকে সামনে রেখে মসলার বাজার চড়া হচ্ছে প্রতিদিন। এখন বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা, রসুন (চায়না) ১৫০ টাকা, দেশি রসুন ১৬০ টাকা, আদা ২৮০ টাকায়। এদিকে বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকায়। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২০২ টাকায় এবং খোলা সয়াবিন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

পূর্বকোণ/এ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট