চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

মহানবী নিয়ে কটূক্তি করায় কলেজছাত্রীর আড়াই বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

১০ মে, ২০২৩ | ১১:২৯ অপরাহ্ণ

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মাদকে (স.) নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান রেইলির দুই বছর সাত মাস কারাদণ্ড দিয়েছে আদালত।

 

বুধবার (১০ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত কারাদণ্ডের এই আদেশ দেন।

 

আজ তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। অভিযোগ গঠন শুনানির সময় তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেন। দোষ স্বীকার করায় আদালত তার কারাবাসের মেয়াদ দুই বছর সাত মাসকে কারাদণ্ড ধরে রায় প্রদান করেন।

 

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মাদকে (স.) নিয়ে কটূক্তির পোস্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালের ৬ নভেম্বর র‌্যাব-৪ এর হাতে গ্রেপ্তার হন ইশরাত জাহান। তিনি বেগম বদরুন্নেসা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

 

এ ঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দাখিল করে পুলিশ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট