চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ফেনীতে বিপুল পরিমাণ ভেজাল মশলা জব্দ, আটক ৩

৮ মে, ২০২৩ | ৩:৫৩ অপরাহ্ণ

ফেনীতে বিপুল পরিমাণ ভেজাল মশলাসহ তিন জন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। আটককৃতরা হলো- বাগেরহাটের সন্নাসী এলাকার মৃত আব্দুল মজিদের মেয়ে মাহিনুর বেগম (৩৫), লক্ষীপুরের লামছড়ি এলাকার মকছুদ মিয়ার মেয়ে কহিনুর বেগম (৪০) ও উত্তর চররমনি মহান এলাকার মৃত রশিদের মেয়ে মমতাজ বেগম (৪৫)।

 

রবিবার (৭ মে) দিবাগত রাত ২টায় ফেনী মডেল থানার তাকিয়া রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

র‌্যাব-৭ এর সিসিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, ফেনীর তাকিয়া সড়কে মেসার্স জাহিদ স্টোর নামে একটি দোকানের পেছনে মিলঘরে ভেজাল মশলা তৈরি করছে; এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে ৩১৬ কেজি মরিচের গুড়া, ৩৯৬ কেজি শুকনা মরিচ ও দেড় কেজি রঙ জব্দ করা হয়। এ সময় ভেজাল মশলা তৈরির সাথে যুক্ত তিন ব্যবসায়ীকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মশলাসহ মরিচের গুড়ার সাথে বিভিন্ন রঙ ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মশলা তৈরি করছিল। পরে এসব মশলা ফেনীর বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট