চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

যদি মনে হয় খুব অসহায় তুমি ডেকো, বন্ধু আমায়

আন্তর্জাতিক বন্ধু দিবস আজ

মরিয়ম জাহান মুন্নী

৪ আগস্ট, ২০১৯ | ৩:২৪ পূর্বাহ্ণ

পরম আস্থা ও আবেগময় অনুভূতি প্রকাশ করার অকৃত্রিম সম্পর্কের নাম হলো বন্ধুত্ব। বন্ধু মানে যার সাথে মনের সব গোপন কথা বলা যায়। যা আর অন্যকারো সাথে বলা যায় না। যার সঙ্গে চলে প্রাণের বোঝাপড়া। করা যায় হৃদয় দিয়ে হৃদয় অনুভব। প্রকৃতির এক সুন্দর সৃষ্টি হলো এ বন্ধুত্ব। বন্ধুর হাতে হাত রেখে পাড়ি দেওয়া যায় ঘনায়মান অন্ধকার পথও। কালজয়ী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন, ‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি।’ আজ সেই পথের সাথীকে বিশেষ করে মনে করবার দিন। ব্যাকুলতা প্রকাশের দিন। নিজের নিঃসঙ্গতাকে ভুলে যাওয়ার দিন। যদিও বন্ধুতার জন্য নির্দিষ্ট করে কোনো দিনের প্রয়োজন হয় না। তবু আজ বিশ্ব বন্ধু দিবস। প্রতিবছর আগস্টের প্রথম রবিবার বিশ্বব্যাপী পালিত হয় এ বন্ধু দিবস। বর্তমানে বিশেষ করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের মধ্যে দিবসটি খুব জনপ্রিয়। তারা তাদের বন্ধুদেরকে ফেসবুক, ইউটিউব, ইমু, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে বন্ধুদের জানান দিবসটির শুভেচ্ছা ও একে অন্যের প্রতি

ভালোবাসা। এক্ষেত্রে নানারকম ছন্দ, কবিতা আর উপমা ব্যবহার করছেন তারা। অনেকে আবার আবেগঘন পোস্টও দিচ্ছেন ফেসবুকে। ফেসবুকে আবেগগণ পোষ্টগুলোর মধ্যে চোখে পড়ে ‘যদি কখনো মনে হয় নিজেকে খুব অসহায়, তুমি ডেকো বন্ধু আমায় সেই সময়, আমি আসব ফিরে যতদূরে থাকি। যদি তুমি ডাকো কাছে আমায়।’ কাল নগরীর ডিসি হিলে ঘুরে বন্ধু দিবস নিয়ে কথা হয় একঝাঁক তরুণী পলি, মুক্তা, কামরুন নাহার, জীবন, মুন্নি ও পিংকির সাথে। বন্ধুদিবস নিয়ে তারা বলেন, মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো বন্ধুত্ব। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সব কর্মক্ষেত্রে বন্ধুর প্রয়োজন। মানুষ একা চলতে পারে না। দশজনকে নিয়েই তাকে চলতে হয়। আবার এই দশজনের সবাই তো বন্ধু হয়ে ওঠে না। বন্ধু হয় দু’তিনজন। আর এই বন্ধুদের মধ্যেও একজন হয়তো হয়ে ওঠে আরো কাছের।
আনজুমান ও কলির সাথে কথা বলে জানা যায়, সেই ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব। দু’জনে একই বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলেও কলেজ-বিশ্ববিদ্যালয়ে দু’জনকে দু’জায়গায় চলে যেতে হয়। তবুও তাদের মধ্যে ভালোবাসার কমতি হয়নি কখনো। তারা বলেন, সময় পেলেই দু’জনে ঘুরতে বেরিয়ে পড়ি। আমাদের কোনো বয়ফ্রেন্ড নেই। আবার অনেকের কাছে বন্ধু যে শুধু সবসময় সহপাঠী বা সহকর্মী হবে তাও নয়। বাবা-মা, ভাই-বোন, শিক্ষক কিংবা অন্য কেউও হতে পারে সেরা বন্ধু। অসমবয়সীরাও বন্ধু হতে পারে। এমনকি এমন মানুষও বন্ধু হতে পারে যার সঙ্গে সরাসরি কখনও দেখা হয়নি। হয়তো বন্ধুত্ব হয়েছে ফেসবুকে, দেখা হয়েছে স্কাইপে। বন্ধুত্বের প্রথম শর্ত হল একজন অন্যজনকে বুঝবে, তার সুখে সুখী হবে আর দুঃখে দুঃখী। দুজনের পছন্দ অপছন্দে মিল থাকবে আর মিল থাকবে রুচিতে। বন্ধুত্বে প্রতিযোগিতাও থাকতে পারে তবে তা খুব কুৎসিত আকার কখনও ধারণ করবে না। করলে আর সেটি বন্ধুত্বের পর্যায়ে থাকবে না। তবে ঠিক কবে থেকে বন্ধু দিবস পালন করা হচ্ছে তার সঠিক ইতিহাস নিশ্চিতভাবে পাওয়া যায়নি। ধারণা করা যায় ঊনবিংশ শতাব্দির ত্রিশ থেকে চল্লিশ দশকের মধ্যবর্তী সময়েই বন্ধু দিবস পালন শুরু হয়। ১৯৫৮ সালের ২০ জুলাই ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেডের প্রতিষ্ঠাতা ড. আর্তেমিও ব্রেঞ্চো বন্ধুদের সঙ্গে প্যারাগুয়ের পুয়ের্তো পিনাসকোতে এক নৈশভোজে প্রস্তুাব উত্থাপন করেন। সে রাতেই ওয়ার্ল্ড ফ্রেন্ডসিপ ত্রুসেড প্রতিষ্ঠা পায়। এই প্রতিষ্ঠানটি ৩০ জুলাই বিশ্বব্যাপী বন্ধু দিবস পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব পাঠায়। প্রায় পাঁচ যুগ পর ২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে ৩০ জুলাইকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে নির্ধারণ করা হয়। আবার পৃথিবীতে বন্ধুরও আছে অনেক রূপ। পরম আস্থা ও আবেগময় অনুভূতি প্রকাশ করার অকৃত্রিম সম্পর্কের নাম হলো বন্ধুত্ব। কেবল আগস্টের প্রথম রবিবার নয়, বছরজুড়েই নানামুখী বন্ধুত্বের দিবস রয়েছে। যেমন আগস্টের তৃতীয় রবিবার নারী বন্ধু দিবস, মে মাসের তৃতীয় সপ্তাহ বাল্যবন্ধু দিবস ও নতুন বন্ধু সপ্তাহ। এ ছাড়া ফেব্রুুয়ারি মাসটাকেই আন্তর্জাতিক বন্ধু মাস হিসেবে কোনো কোনো দেশে পালন করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট