চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বর্ষা শুরুর আগেই বৃষ্টির রাজত্ব

অনলাইন ডেস্ক

৩ জুন, ২০২২ | ১:০৬ অপরাহ্ণ

ক্যালেন্ডারের পাতায় আজ ২০ জ্যৈষ্ঠ হলেও প্রকৃতিতে বর্ষার মতোই রাজত্ব করছে বৃষ্টি। সময়ের আগেভাগেই এবার বাংলাদেশে বর্ষা হাজির।

শুক্রবার (৩ জুন) চট্টগ্রাম, ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে ভারি বর্ষণ হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দেশের উপকূলীয় জেলাগুলোতে, বিশেষ করে চট্টগ্রামে টানা বৃষ্টির সম্ভাবনা আছে। গত মাসজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। মূলত পশ্চিমা লঘুচাপের কারণে এ বৃষ্টি হয়েছে। গ্রীষ্মকালীন ওই বৃষ্টির প্রভাব এখন কেটে গেছে। গ্রীষ্মের বৃষ্টি যেমন টানা চলে ঘণ্টাখানেকের মধ্যে থেমে যায়; বর্ষার বৃষ্টি তেমনটা নয়, এটি কয়েক ঘণ্টা ধরে চলে। ফলে এখন থেকে দিনভর বর্ষার বৃষ্টি নামা শুরু করবে।

তিনি আরও জানান, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ।

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট