শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফেরদৌস হোসেন। তিনি বলেন, অধ্যাপক নাজমা চৌধুরী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
নাজমা চৌধুরী রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করলেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে একুশে পদক পান এই প্রবীণ শিক্ষাবিদ।
নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি৷ তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শোক প্রকাশ করেছেন৷
পূর্বকোণ/এএইচ