
রাজধানীতে দক্ষিণখানে মা ও তার দুই শিশুসন্তানকে হত্যা করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রেমবাগানের একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহতরা একজন টিএন্ডটি কর্মকর্তার স্ত্রী ও সন্তান বলে জানা গেছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, প্রেমবাগান রোড কেসি স্কুলের পেছনের একটি বাসায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে মা ও তার দুই সন্তানের লাশ পাওয়া গেছে।
দুই সন্তানসহ মাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি উত্তরা বিভাগের পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ খতিয়ে দেখছে।
পূর্বকোণ/আরপি