চট্টগ্রাম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ১০তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৫ | ১:১৬ অপরাহ্ণ

নগরীর সাগরিকা এলাকায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের ১০তলা ভবনের ভিত্তি প্রস্তর ও নির্মাণ কাজের উদ্বোধন করেছেন অন্তবর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক মানের বিশেষায়িত এই হাসপাতালের ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী’র সম্পাদক এমএ মালেক।
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি এসএম আবু তৈয়বের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, ইসি কমিটির সদস্য ডা. এ.কে.এম নাসির উদ্দিন, আমিরুল হক, আর্কিটেক্ট আশিক ইমরান চৌধুরী, সংগঠনের আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার বেলায়েত হোসেন, হাসিনা আক্তার লিপি, সাহেদা সালাম, ওয়াসিফ আহমেদ সালাম, আক্তার কামাল চৌধুরী, মো. জাহিদুল হক, মোস্তফা সারওয়ার, আবুল কালাম সামশুল হক তোহফা, ডা. মোহাম্মদ আলী, ডা. এ.কে.এম. শফি উল্লাহ, সৈয়দা সাহানা আলম, মোহাম্মদ মুছা, রায়হান শামস, মোহাম্মদ শফিউল আলম প্রমুখ।

এর আগে গত ১৪ মে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামের কাছে ২৩ শতক জায়গার দলিল হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
নগরীর সাগরিকা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশেই গড়ে তোলা হচ্ছে হার্ট ফাউন্ডেশনের ১০তলা ভবন। প্রতি ফ্লোরের আয়তন হবে ১০ হাজার বর্গফুট। ওই ভবনে হাসপাতালের পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউটও তৈরি করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন