চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

একুশ আমার

জাহিদ তানছির

২১ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৩৫ পূর্বাহ্ণ

একুশ টাতো আমারই
একুশ আমার চিত্তে
একুশ আমার বাস্তবতা
একুশ আমার প্রাণের মাঝে
লাল-সবুজের চেতনা।

একুশ আমার পাঠশালা
একুশ আমার নির্ভরতা
একুশ আমার ধ্যানে-জ্ঞানে
আগলে রাখা ভাবনা।

একুশ আমার গৌরব
একুশ আমার আবেগ
একুশ আমার এগিয়ে চলার
একমাত্র প্রেরণা।

একুশ আমার বাকশক্তি
একুশ আমার বিবেক
একুশ আমার ভাইয়ের রক্তের
জমাটবদ্ধ বেদনা।

একুশ আমার মুক্তি
একুশ আমার শান্তি
একুশ আমার স্মৃতির পটে
শব্দ গাঁথার মোহনা।

একুশ আমার অনুভুতি
একুশ আমার বিশ্বাস
একুশ আমার দীপ্ত স্লোগানে
সাহসী এক উদ্দিপনা।

একুশ আমার সুরের শব্দ
একুশ আমার কবিতায় ছন্দ
একুশ আমার ক্লান্ত মনে
ভালবাসার ঠিকানা।

একুশ আমার মায়ের অশ্রু
একুশ আমার জাগরণ
একুশ আমার মুক্ত আকাশে
উড়ে বেড়ানো পাখির ডানা।

একুশ আমার অহংকার
একুশ আমার আনন্দ উল্লাস
একুশ আমার চলার পথে
জীবনের শেষ সীমানা।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট