চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নোঙর

১১ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৩০ অপরাহ্ণ

তরীর পালে সমীকরণ লাগে
সুপথে পাওয়ার আশে,
মেঘনার মোহনায় মিলিত জলে
ঘুরপাকে পড়ে ত্রাসে।

আসিক মাঝির তরী খানা
ডুবলো তারই পাশে,
মিলবে কি আর নাওয়ের
হদিস যোজন অবকাশে।

বাঁধা ছিলো যে তরী
সোজন বাদিয়ার ঘাটে,
কে তুলিলো নোঙর খানি
অবাক করা মাঠে?

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট