চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রেড ক্রিসেন্টের আলোচনা সভায় এমএ সালাম

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবিক দেশ গড়তে স্বেচ্ছাসেবকদের আরও দায়িত্বশীল হতে হবে

বিজ্ঞপ্তি

১৬ ডিসেম্বর, ২০২৫ | ২:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি মানবিক বাংলাদেশ গড়তে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের আরও দায়িত্বশীল হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করাও দেশপ্রেম। মানবিক দেশ গঠনে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম এসব কথা বলেন।

সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোহাম্মদ রকিব উল্লাহ, ডা. ফারাহনাজ মাবুদ, নিজাম উল আলম খান, মো. জিয়াউল হক, মো. মেহেদী হাসান, মো. এনামুল হক, সালাউদ্দিন সাহেদ প্রমুখ। -বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট