চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সরকারি কর্ম কমিশনে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৩ | ৮:১৩ অপরাহ্ণ

রাজস্ব খাতভুক্ত ১০ ধরনের পদে ৭১ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়। অনলাইনে (http://bpsc.teletalk.com.bd) ২৬ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১৪টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: প্রশিক্ষণ সহকারী
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। প্রশিক্ষণসূচি তৈরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৬টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০, বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (হালকা) ও ৯,৭০০-২৩,৪৯০ (ভারী) (গ্রেড-১৬)

৯. পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ২৮টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-১৬)

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ১ নম্বর পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২ থেকে ৮ নম্বর পদে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৯ ও ১০ নম্বর পদে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সব পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২৬ অক্টোবর ২০২৩ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

আবেদন ফি: অনলাইনে আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। ১ থেকে ৮ নম্বর পদের ফি ২০০ টাকা এবং ৯ ও ১০ নম্বর পর্যন্ত পদের ফি ১০০ টাকা। এই ফির সঙ্গে চার্জ যোগ হবে। ফি দিতে হবে টেলিটক প্রিপেইড সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে।

নিয়োগ বিজ্ঞপ্তি: https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/notices/1c0b54ac_6597_45d4_8dcd_bd939b7a4fe2/Circular%203rd_4th_bpsc.pdf

আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৩

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট