চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফায়ার সার্ভিসে ১৪৯ পদে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক

২৪ জুন, ২০২৩ | ১১:৩৭ অপরাহ্ণ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ারফাইটার ও ড্রাইভার দুই পদে ১৪৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদে আবেদনের সুযোগ পাবেন। উভয় পদেই সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ড্রাইভার
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
পদের সংখ্যা: ৩৮ জন।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
অন্যান্য যোগ্যতা: শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি হতে হবে।

পদের নাম: ফায়ারফাইটার (নারী ও পুরুষ)
পদের সংখ্যা: ১১১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমান পাস হতে হবে।
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা।
অন্যান্য যোগ্যতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে ৩০ ইঞ্চি হতে হবে। ড্রাইভার ও ফায়ারফাইটার পদে আবেদনের জন্য অবিবাহিত হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে।

আবেদন ফি: ড্রাইভার পদের আবেদন ফি ২২৪ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ফায়ারফাইটার পদের ফি ১১২ টাকা (চার্জসহ)। আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই ফি টেলিটক প্রিপেইড সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়ম জানা যাবে এই ওয়েবসাইটে: http://www.fireservice.gov.bd

আবেদন করতে হবে অনলাইনে (http://fscd.teletalk.com.bd) ২২ জুন থেকে ১৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট