চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

পাঁচ শতাধিক বিদেশি আইএস সদস্য দোষী সাব্যস্ত

১০ মে, ২০১৯ | ১:৫৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পাঁচ শতাধিক বিদেশি আইএস সদস্যকে দোষী সাব্যস্ত করেছে ইরাক। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ কথা জানায়। বুধবারের ওই বিবৃতিতে বলা হয়, দেশটির সুপ্রিম কোর্ট ৫১৪ জনের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেছে। যাদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। জিজ্ঞাসাবাদে রয়েছে ২০২ জন। ৪৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণের চেষ্টা চলছে। এ ছাড়া ১১ জনকে খালাস করা হয়েছে।
আরও জানানো হয়, আটকদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। তবে কোনো দেশের নাম প্রকাশ করা হয়নি।
শুধুমাত্র আইএসের সদস্য বা সন্ত্রাসী কর্মকা-ে যোগ দেওয়ার ভিত্তিতে তাদের ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
২০১৭ সালের শেষ দিকে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে ইরাক। তখন থেকে বিদেশি সদস্যদের ধরে বিচারের আওতায় আনা হয়। বিচারে অনেককেই যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়।

শেয়ার করুন