চট্টগ্রাম বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

‘পিছু হটার সুযোগ নেই’, গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প

‘পিছু হটার সুযোগ নেই’, গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প

অনলাইন ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৬ | ৭:১৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে মরিয়া হয়ে পড়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, ‘আর পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অপরিহার্য’।

বুধবার (২১ জানুয়ারি) বিবিসি বাংলা এ খবর দিয়েছে।

 

গ্রিনল্যান্ড দখলে দীর্ঘদিনের হুমকির ধারাবাহিকতায় হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গ্রিনল্যান্ড দখলে তিনি কতদূর যেতে ইচ্ছুক? এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা তা দেখতে পাবেন’।

 

এদিকে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, ‘নিয়মবিহীন এক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব’।

 

অবশ্য কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘পুরোনো বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসছে না’।

 

বুধবার ট্রাম্পের দাভোসে পৌঁছানোর কথা রয়েছে। তিনি জানিয়েছেন, সেখানে ‘গ্রিনল্যান্ড নিয়ে অনেক বৈঠকের সূচি রয়েছে’।

ট্রাম্প আরও বলেন, গ্রিনল্যান্ডের বিষয়ে সবকিছু বেশ ভালোভাবেই মীমাংসা হয়ে যাবে’।

 

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দখলের বিরোধিতা করলে যুক্তরাজ্যসহ ন্যাটোর সাতটি মিত্র দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানিতে শুল্ক আরোপ করা হবে।

 

এমনকি গ্রিনল্যান্ড দখল করার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাকেও পুরোপুরি নাকচ করেননি তিনি।

 

ট্রাম্প জানান, আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

 

পহেলা জুন থেকে সেই হার বেড়ে ২৫ শতাংশ হবে। ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি বিষয়ক চুক্তি না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।

 

ট্রাম্প আরও বলেন, একই শুল্ক ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব দেশই ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত প্রতিরক্ষামূলক জোট ন্যাটোর সদস্য।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন