চট্টগ্রাম শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

লোহিত সাগরে হামলার জেরে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

লোহিত সাগরে হামলার জেরে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬ | ৯:১৩ অপরাহ্ণ

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের আর্থিক নেটওয়ার্ক ও অস্ত্র চোরাচালান বন্ধ করতে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৬ জানুয়ারি) ঘোষিত এই পদক্ষেপের আওতায় হুথিদের অর্থায়নে ব্যবহৃত তেল, অস্ত্র এবং বেসামরিক ও সামরিক—উভয় কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম স্থানান্তরের নেটওয়ার্কগুলো রয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) এক বিবৃতিতে জানায়, এই নিষেধাজ্ঞার তালিকায় ২১টি ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং একটি জাহাজকে যুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ইয়েমেন, ওমান ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, হুথিরা লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করছে। ট্রেজারি বিভাগের মতে, এই নিষেধাজ্ঞা হুথিদের সেই রাজস্ব উৎপাদন ও চোরাচালান নেটওয়ার্কের ওপর চাপ বাড়ানোর অংশ, যা তাদের আঞ্চলিক অস্থিতিশীল কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করে।

এই নিষেধাজ্ঞার অন্যতম প্রধান লক্ষ্য হলো সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত ‘জানাত আল আনহার জেনারেল ট্রেডিং এলএলসি’। প্রতিষ্ঠানটি হুথিদের কালোবাজারি রেমিট্যান্সের একটি ‘ক্লিয়ারিং হাউস’ হিসেবে কাজ করে এবং সানার ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক আর্থিক চ্যানেলের সেতুবন্ধ তৈরি করে দেয়। এর মাধ্যমে হুথিরা চীনসহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র সরঞ্জাম ও চোরাচালান পণ্য কেনার তহবিল প্রক্রিয়াজাত করে এবং আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে লেনদেন পরিচালনা করে।

উল্লেখ্য যে, এই জানাত আল আনহার মূলত ‘আবু সাম্বোল জেনারেল ট্রেডিং এলএলসি’র নতুন নাম, যা ২০২৪ সালেও একবার নিষিদ্ধ করা হয়েছিল। নতুন এই নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণে থাকা সমস্ত সম্পদ জব্দ করা হবে। এছাড়া, নিষিদ্ধ ব্যক্তিদের মালিকানাধীন (৫০ শতাংশ বা তার বেশি) যেকোনো প্রতিষ্ঠানও স্বয়ংক্রিয়ভাবে এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

বিশেষ লাইসেন্স ছাড়া এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে বা যুক্তরাষ্ট্রের ট্রানজিট ব্যবহার করে যে কোনো ধরনের লেনদেন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সূত্র-রয়টার্স

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট