চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর খুলে দেওয়া হলো ইরানের আকাশসীমা

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর খুলে দেওয়া হলো ইরানের আকাশসীমা

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৬ | ১:০৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় কয়েক ঘণ্টার জন্য আকাশপথ বন্ধ রাখার পর আবারও সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ইরান। প্রায় পাঁচ ঘণ্টার এই বন্ধে বিশ্বজুড়ে বহু এয়ারলাইনসকে ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে।

 

বার্তাসংস্থা রয়টার্স জানায়, বুধবার যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম অনুযায়ী বিকেল ৫টা ১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২১৫) ইরান সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। তবে সরকারি অনুমোদন সাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইটের আগমন ও বহির্গমন এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল।

 

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার ২৪ জানায়, ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ১০টার কিছু আগে (গ্রিনিচ মান সময় ০৩০০) সংশ্লিষ্ট নোটিশ প্রত্যাহার করা হয়। এরপর ধাপে ধাপে ইরানি এয়ারলাইনস মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও এভিএ এয়ারলাইনসের মোট পাঁচটি ফ্লাইট পুনরায় আকাশে ওঠে।

ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, আকাশসীমা বন্ধের সময়ের কাছাকাছি সময়ে আগের সপ্তাহে ইরানের আকাশে ডজনখানেক বাণিজ্যিক বিমান চলাচল করছিল, যা এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাবকে আরও স্পষ্ট করে তোলে।

ইরানে বর্তমানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারেন—তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছিল। এর মধ্যেই ইরান আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয়।

পূর্বকোণ/এএইচসি/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট