
থাইল্যান্ডের নাখন রাচাসিমা প্রদেশে নির্মাণ কাজে ব্যবহৃত বিরাট এক ক্রেন একটি চলন্ত ট্রেনের ওপর ভেঙে অন্তত ১২ জনের প্রাণ গেছে।
বিবিসি জানিয়েছে, ব্যাংকক শহরের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় বুধবার এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। এখন পর্যন্ত উদ্ধারকারীরা ১২টি মরদেহ উদ্ধার করেছেন।
পুলিশ বলেছে, আগুনে পুড়ে যাওয়া একটি বগিতে থাকা আরও সাতজন যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী পর্যন্ত একটি দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল ক্রেনটি। আর ট্রেনটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে উবন রাচাসিমার দিকে।
রয়টার্স লিখেছে, বিরাট ওই ক্রেন ভেঙে ট্রেনের একটি বগির ওপর পড়লে ট্রেনের বাকি অংশ লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায়। তাতেই এ হতাহতের ঘটনা ঘটে।
পূর্বকোণ/পিআর