চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ইরানি শাসকদের ‘শেষ সময়’ ঘনিয়ে এসেছে: জার্মান চ্যান্সেলর

ইরানি শাসকদের ‘শেষ সময়’ ঘনিয়ে এসেছে: জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৬ | ৯:৩৪ অপরাহ্ণ

ইরানের বর্তমান শাসকরা তাদের ‘শেষ দিন ও সপ্তাহ’ পার করছেন বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। দেশজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভের মুখে তেহরানের নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ভারত সফরকালে জার্মান চ্যান্সেলর বলেন, আমি মনে করি আমরা এখন এই শাসনের শেষ দিন ও সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি।

তিনি আরও বলেন, যখন কোনও শাসনব্যবস্থা কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতা টিকে থাকতে চায়, তখন বুঝতে হবে কার্যত তাদের সময় শেষ হয়ে এসেছে। সাধারণ মানুষ এখন এই শাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

ইরানে চলমান এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল চরম অর্থনৈতিক সংকটের জেরে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা এখন দেশটির দীর্ঘদিনের ধর্মীয় শাসনব্যবস্থার পতনের দাবিতে রূপ নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়ন বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন মের্ৎস।

ইরান পরিস্থিতি নিয়ে জার্মানি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে বলে জানান চ্যান্সেলর। তবে ইরানের সঙ্গে জার্মানির বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে তিনি সরাসরি কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে তাদের ২৫ শতাংশ শুল্ক গুনতে হবে।

উল্লেখ্য, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে জার্মানিই বর্তমানে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।

রয়টার্সের সংগৃহীত জার্মানির ফেডারেল পরিসংখ্যান দফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১১ মাসে ইরানে জার্মান রফতানি ২৫ শতাংশ কমে ৮৭১ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। এটি জার্মানির মোট বৈশ্বিক রফতানির মাত্র ০.১ শতাংশের কম।

পূর্বকোণ/এএইচসি/রাজীব

শেয়ার করুন