চট্টগ্রাম রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

অনলাইন ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে এক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে তিনটি আলাদা স্থানে এ হামলা চালানো হয়।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট ফেসবুকে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে আমাদের এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছে।’

আলাবামা সীমান্তের কাছে ওয়েস্ট পয়েন্ট এলাকায় এসব ঘটনা ঘটে।

শেরিফ স্কট জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিলেন।

কর্তৃপক্ষ নিহতদের পরিচয় বা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

শেরিফ স্কট আরও বলেন, হামলাকারী আটক হয়েছেন। আর কোনো ঝুঁকি নেই।

তিনি বলেন, আমি অনুরোধ করছি, আপনারা নিহতদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছেন এবং যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট