চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

৮ জানুয়ারি, ২০২৬ | ১:২৪ অপরাহ্ণ

একাধিক জাতিসংঘ সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে এসব সংস্থা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাগুলোকে অকার্যকরঅপচয়কারী এবং ক্ষতিকর হিসেবে অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন।

 

স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারিযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের পর্যালোচনায় এসব সংস্থা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে।

 

বিবৃতিতে জানানো হয়প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ ১৪১৯৯এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যালোচনায় দেখা গেছেএসব সংস্থার কার্যক্রম লক্ষ্যহীনঅব্যবস্থাপনায় পূর্ণ এবং অনেক ক্ষেত্রে বিশেষ কোনও মহলের এজেন্ডা বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেনপ্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যেমার্কিন জনগণের কষ্টার্জিত অর্থ বা সম্পদ এমন কোনও প্রতিষ্ঠানে ব্যয় করা আর সম্ভব নয়যা থেকে আমেরিকানদের কোনও অর্জন নেই। করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের স্বার্থে ব্যয় করার দিন শেষ।

 

বিবৃতিতে আরও বলা হয়েছেএক সময় আন্তর্জাতিক সংস্থাগুলো শান্তি ও সহযোগিতার লক্ষ্যে গঠিত হলেও বর্তমানে তা এক বিশাল গ্লোবাল গভর্ন্যান্স বা বৈশ্বিক শাসন ব্যবস্থায় রূপ নিয়েছে। এসব সংস্থা প্রগতিশীল মতাদর্শজলবায়ু সংক্রান্ত গোঁড়ামি এবং জেন্ডার ইক্যুইটি বা লিঙ্গ সমতার মতো প্রচারণায় লিপ্ত থেকে মূল জাতীয় স্বার্থ থেকে বিচ্যুত হয়েছে।

রুবিও অভিযোগ করেনএসব সংস্থা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বকে সীমিত করার চেষ্টা করছে। ইউএসএআইডি বন্ধ করার ধারাবাহিকতায় এবার বহুপাক্ষিক এই ‘এনজিওপ্লেক্স’ বা সংস্থাগুলোর জাল ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছেযেসব সংস্থা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বা অপ্রাসঙ্গিকসেখানে কূটনৈতিক পুঁজি ও সম্পদ নষ্ট করবে না ওয়াশিংটন। তবে যেখানে জনগণের স্বার্থ রক্ষা হবেসেখানে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

 

আরও বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

হোয়াইট হাউজের ওয়েবসাইটে ৬৬টি সংস্থার তালিকা প্রকাশ করা হয়েছে। এগুলোর মধ্যে জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা ৩১টি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ৩৫টি।

 

সংস্থাগুলোর তালিকা নিম্নরূপ:

জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সজাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-আফ্রিকার জন্য অর্থনৈতিক কমিশনইকোসকলাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানের জন্য অর্থনৈতিক কমিশনইকোসকএশিয়া ও প্যাসিফিকের জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশনইকোসকপশ্চিম এশিয়ার জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশনইন্টারন্যাশনাল ল কমিশনইন্টারন্যাশনাল রেজিডুয়াল মেকানিজম ফর ক্রিমিনাল ট্রাইব্যুনালসইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারঅফিস অব দ্য স্পেশাল অ্যাডভাইজর অন আফ্রিকাঅফিস অব দ্য স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্য সেক্রেটারি জেনারেল ফর চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্টঅফিস অব দ্য স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্য সেক্রেটারিজেনারেল অন সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্টঅফিস অব দ্য স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্য সেক্রেটারিজেনারেল অন ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেনপিসবিল্ডিং কমিশনপিসবিল্ডিং ফান্ডপার্মানেন্ট ফোরাম অন পিপল অব আফ্রিকান ডিসেন্টজাতিসংঘ অ্যালায়েন্স অব সিভিলাইজেশনসজাতিসংঘ কোলাবোরেটিভ প্রোগ্রাম অন রিডুসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন ইন ডেভেলপিং কান্ট্রিজজাতিসংঘ কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টজাতিসংঘ ডেমোক্র্যাসি ফান্ডজাতিসংঘ এনার্জিজাতিসংঘ এনটিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দি এমপাওয়ারমেন্ট অব উইমেনজাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জজাতিসংঘ হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রামজাতিসংঘ ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চজাতিসংঘ ওশানসজাতিসংঘ পপুলেশন ফান্ডজাতিসংঘ রেজিস্টার অব কনভেনশনাল আর্মসজাতিসংঘ সিস্টেম চিফ এক্সিকিউটিভস বোর্ড ফর কো অর্ডিনেশনজাতিসংঘ সিস্টেম স্টাফ কলেজজাতিসংঘ ওয়াটার এবং জাতিসংঘ ইউনিভার্সিটি।

 

জাতিসংঘ বহির্ভূত সংস্থা২৪/৭ কার্বনফ্রি এনার্জি কম্প্যাক্টকলম্বো প্ল্যান কাউন্সিলকমিশন ফর এনভায়রনমেন্টাল কো অপারেশনএডুকেশন ক্যানট ওয়েটইউরোপিয়ান সেন্টার অব এক্সিলেন্স ফর কাউন্টারিং হাইব্রিড থ্রেটসফোরাম অব ইউরোপিয়ান ন্যাশনাল হাইওয়ে রিসার্চ ল্যাবরেটরিজফ্রিডম অনলাইন কোয়ালিশনগ্লোবাল কমিউনিটি এংগেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ডগ্লোবাল কাউন্টারটেররিজম ফোরামগ্লোবাল ফোরাম অন সাইবার এক্সপার্টাইজগ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টইন্টারআমেরিকান ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চইন্টারগভর্নমেন্টাল ফোরাম অন মাইনিংমিনারেলসমেটালস অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টজলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলইন্টারগভর্নমেন্টাল সায়েন্সপলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেসইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য প্রিজারভেশন অ্যান্ড রেস্টোরেশন অব কালচারাল প্রপার্টিইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটিইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনইন্টারন্যাশনাল এনার্জি ফোরামইন্টারন্যাশনাল ফেডারেশন অব আর্টস কাউন্সিলস অ্যান্ড কালচার এজেন্সিজইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর জাস্টিস অ্যান্ড দ্য রুল অব লইন্টারন্যাশনাল লেড অ্যান্ড জিঙ্ক স্টাডি গ্রুপইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সিইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সইন্টারন্যাশনাল ট্রপিকাল টিম্বার অর্গানাইজেশনইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারপ্যান আমেরিকান ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রিপার্টনারশিপ ফর আটলান্টিক কো অপারেশনরিজিওনাল কো অপারেশন অ্যাগ্রিমেন্ট অন কমব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি অ্যাগেইনস্ট শিপস ইন এশিয়ারিজিওনাল কো অপারেশন কাউন্সিলরিনিউয়েবল এনার্জি পলিসি নেটওয়ার্ক ফর দ্য টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরিসায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার ইন ইউক্রেনসেক্রেটারিয়েট অব দ্য প্যাসিফিক রিজিওনাল এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং ভেনিস কমিশন অব দ্য কাউন্সিল অব ইউরোপ। সূত্র-এপি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট