চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

‘অবৈধ বাংলাদেশিদের’ হটাতে ‘নরম নীতি’র যুগ শেষ: আসামের মুখ্যমন্ত্রী

‘অবৈধ বাংলাদেশিদের’ হটাতে ‘নরম নীতি’র যুগ শেষ: আসামের মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ জানুয়ারি, ২০২৬ | ৭:৪২ অপরাহ্ণ

‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীদের হটাতে আসাম সরকার কঠোর অবস্থান নেবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, অবৈধ অভিবাসী বিতাড়ন করার ক্ষেত্রে ‘নরম নীতি’র যুগ শেষ হয়ে গেছে। খবর এনডিটিভির।

২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ‘অভিবাসী’ বা ‘অনুপ্রবেশকারী’ ইস্যুকেই নির্বাচন ক্যাম্পেইনে মূল এজেন্ডা হিসেবে তুলে ধরছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই নেতা।

ভারতের কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থনেই আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তার রাজ্যে কাউকে বিদেশি হিসেবে সাব্যস্ত করা হলেই তাকে দেশছাড়া করা হবে। এক্ষেত্রে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করার ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি জানান, অবৈধ অভিবাসী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য রাজ্য সরকারের কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আগে বহিষ্কারের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যাচাইসহ দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হতো।

সেই নীতিতে পরিবর্তন এসেছে জানিয়ে হিমন্ত বলেন, ‘এখন কাউকে বিদেশি ঘোষণা করে আদেশ জারি হলে তাকে ভারতীয় ভূখণ্ড থেকে উচ্ছেদ করা হবে। আমরা আর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করব না।’

উন্নয়নের পাশাপাশি আসামের ‘পরিচয়’ রক্ষাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিচয়কে শাসননীতির অগ্রাধিকার থেকে আলাদা করা যায় না। পরিচয় অত্যন্ত মূল্যবান। আমরা উন্নয়নকে বিচ্ছিন্নভাবে দেখি না। রাজ্য যদি নিজের পরিচয় রক্ষা করতে না পারে, তবে উন্নয়ন কার জন্য?’

এর আগে ভিন্ন এক অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তার রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আর ১০ শতাংশ বাড়ে, তাহলে আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে’।

পূর্বকোণ/এএইচসি

শেয়ার করুন