চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বঙ্গোপসাগরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

আন্তর্জতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫ | ৭:২৩ অপরাহ্ণ

ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তি আরও ধাপ মজবুত হলো। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি।

প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি ভারতের অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাত থেকে উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বঙ্গোপসাগরে দেশটির সাবমেরিন আইএনএস অরিঘাত থেকে কেএ–৪ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

পরীক্ষা চালানো হয় বিশাখাপত্তম উপকূলের কাছে। ২০২৪ সালের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কেএ–৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্র—এই তিন মাধ্যম থেকেই পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম সীমিতসংখ্যক দেশের তালিকায় ভারতের অবস্থান আরও দৃঢ় হলো।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তার সামগ্রিক সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই পরীক্ষা নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করেনি। তবে প্রতিরক্ষা বাহিনীর সূত্র অনুযায়ী, এই ট্রায়াল সম্পূর্ণ সফল হয়েছে।

এটি কে-৪ মিসাইলের দ্বিতীয় পরীক্ষা। এর আগে গত বছর প্রথমবারের মতো আইএনএস আরিঘাত থেকেই এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছিল। ধারাবাহিক এই সাফল্য কে-৪ মিসাইল ব্যবস্থাকে সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতির আরও কাছাকাছি নিয়ে গেল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

সূত্র: এনডিটিভি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন