চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এক উদ্ধারকর্মীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তার দিকে যাচ্ছিল বাসটি।

 

একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছানোর সময় বাসটি ‘অতিরিক্ত দ্রুতগতিতে’ চলছিল। এ সময় সড়কের সঙ্গে সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়।

 

তিনি বলেন, দুর্ঘটনার পর মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

 

আহত কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী সংস্থার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন।

 

ইন্দোনেশিয়ায় এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটে। এর পেছনে পুরনো গাড়ি ব্যবহার ও সড়কের আইন না মানাই মূলত দায়ী।

 

২০২৪ সালে বাস-গাড়ির সংঘর্ষে ১২ জন নিহত হন। ২০১৯ সালে সুমাত্রা দ্বীপের একটি গিরিখাতে বাস পড়ে গেলে ৩৫ জন নিহত হন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট