
টানা তৃতীয়বার নেপালের কমিউনিস্ট পার্টির (ইউএমএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে পি শর্মা ওলি। গত সেপ্টেম্বরে দেশটিতে জেন-জি আন্দোলনে তার সরকারের পতন হয়। এরপর রাজনৈতিকভাবে কিছুটা ব্যাকফুটে চলে গেলেও এখন আবার দৃশ্যপটে ফিরেছেন তিনি। সম্প্রতি তার দলীয় এক সমাবেশে যোগ দিয়েছিল ৭০ হাজারের বেশি মানুষ। খবর কাঠমান্ডু পোস্টের।
দলীয় চেয়ারম্যান পদে নির্বাচনে ওলি ১ হাজার ৬৬৩ ভোট পেয়ে বিজয় কেতন উড়িয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পুখরেল পেয়েছেন ৫৬৪ ভোট। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত দলের বিধি সম্মেলনে নির্বাহী পদে থাকার ক্ষেত্রে দুই মেয়াদের সীমা ও ৭০ বছরের বয়সসীমা প্রত্যাহারের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এই সিদ্ধান্তের ফলে সত্তরোর্ধ্ব ওলির তৃতীয় মেয়াদে দলীয় প্রধান পদে নির্বাচনের পথ সুগম হয়।
এদিকে শঙ্কর পুখরেল দ্বিতীয় মেয়াদের জন্য দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ২২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পুখরেল নেতৃত্বাধীন প্যানেলের সুরেন্দ্র প্রসাদ পান্ডে পেয়েছেন ৯৯৯ ভোট।
একইসঙ্গে ওলি নেতৃত্বাধীন প্যানেল থেকে চারজন প্রার্থী সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আর পুখরেল শিবির থেকে একজন প্রার্থী সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন।
এদিকে ইউএমএল-এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে এক সমাবেশে অলি সমাবেশে দেশটির সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন। বলেছেন, তার দল সংসদ পুনর্বহালের দাবিতে ইতোমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করেছে।
সমাবেশে অলি বলেন, ‘আমাদেরকে জেন-জি তরুণদের বিরোধী হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু এটি সত্য নয়।’
আগামী ৫ মার্চ নেপালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে দেশটির সবচেয়ে বড় কমিউনিস্ট দলের নেতৃত্ব দেবেন অলি। জেন-জি বিক্ষোভে গদি ছাড়া হওয়ার পর সে নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতা ফিরে পান কিনা সেটাই এখন দেখার বিষয়।
পূর্বকোণ/কেএইচ