চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার

জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

৯ ডিসেম্বর, ২০২৫ | ২:১৩ অপরাহ্ণ

জাপানে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটের দিকে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। পাঁচটি অঞ্চলের সোয়া ১ লাখ বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও উঠিয়ে নেওয়া হয়েছে।

 

স্থানীয় সময় সোমবার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং হাজারো মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়েছেন। এসময় অওমোরি অঞ্চলে বেশ কয়েকটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। ভূমিকম্পের কারণে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

 

ভূমিকম্পে পানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে আওমরি ও ইওয়াতে প্রায় ৪৮০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা আওমরির হাচিনোহে শহরে জাপানি শিন্ডো স্কেলে আপার-৬ রেকর্ড করা হয়। এটি প্রায় ৫০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

 

এদিকে সুনামি সতর্কতা প্রত্যাহার হলেও জাপানের বাসিন্দাদের আগামী এক সপ্তাহ সতর্ক ও ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে রাখতে পরামর্শ দিয়েছে সরকার। মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, আগের যেকোনো সময়ের তুলনায় হোক্কাইডো থেকে সানরিকু উপকূলের অদূরবর্তী অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা এখন বেশি।

 

সরকারের পক্ষ থেকে জারি করা বিশেষ পরামর্শে বলা হয়েছে, আগামী এক সপ্তাহে আরও ভূমিকম্পের ঝুঁকি আছে। তাই সবাইকে সতর্ক ও সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তবে স্বাভাবিক কাজ বাদ দেওয়ার প্রয়োজন নেই।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট