চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত:  পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত:  পুতিন

অনলাইন ডেস্ক

৩ ডিসেম্বর, ২০২৫ | ১১:৪২ অপরাহ্ণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, ইউরোপ যদি যুদ্ধ চায়, তবে রাশিয়া তার জন্য ‘প্রস্তুত’। একই সঙ্গে তিনি ইউক্রেন সংঘাত নিয়ে একটি চুক্তি বানচাল করার চেষ্টা করার অভিযোগ এনে ইউরোপের নেতাদের অভিযুক্ত করেন—এমন সময়, যখন তিনি মার্কিন দূতদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

 

এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে উচ্চপর্যায়ের আলোচনার জন্য মার্কিন দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কোতে অবস্থান করছিলেন। কয়েক দিন ধরে টানা কূটনৈতিক তৎপরতার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

মস্কোয় সাংবাদিকদের পুতিন বলেন, ‘ইউরোপের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু ইউরোপ যদি যুদ্ধ চায় এবং তা শুরু করে, তাহলে আমরা এই মুহূর্তেই প্রস্তুত। তাদের কোনো শান্তির এজেন্ডা নেই, তারা যুদ্ধের পক্ষেই আছে।’ 

 

একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউরোপীয় নেতারাই বাধা সৃষ্টি করছে।

 

পুতিন বলেন, যুদ্ধ শেষ করতে ট্রাম্পের সর্বশেষ প্রস্তাবে ইউরোপ যে পরিবর্তন এনেছে, তার লক্ষ্য ছিল ‘একটিমাত্র বিষয়—পুরো শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে আটকে দেওয়া এবং রাশিয়ার কাছে একেবারেই অগ্রহণযোগ্য দাবি সামনে আনা।’

 

সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটন ২৮ দফার একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে, যা পরে কিয়েভ ও ইউরোপের সমালোচনার পর সংশোধন করা হয়। তাদের মতে, সেই প্রস্তাব রাশিয়ার বেশ কিছু সর্বোচ্চ বা কঠোর দাবির প্রতি অতিমাত্রায় সহানুভূতিশীল ছিল।

 

যুদ্ধ শেষ করার এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প।

 

তবে ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে, এতে কিয়েভকে রাশিয়ার দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য করা হতে পারে, বিশেষ করে ভূখণ্ড সংক্রান্ত বিষয়ে।

 

রাশিয়ার আরো আগ্রাসনের আশঙ্কায় ইউরোপ বারবার বলেছে, ইউক্রেনের ওপর কোনো অন্যায্য শান্তিচুক্তি চাপিয়ে দেওয়া উচিত নয়।

 

এখন ট্রাম্পের দূতরা মস্কো ও কিয়েভ—দুই পক্ষের সম্মতি নিয়ে এই পরিকল্পনাকে চূড়ান্ত করার চেষ্টা করছেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন