চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস

অনলাইন ডেস্ক

১ ডিসেম্বর, ২০২৫ | ১১:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) রাতে নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বাংলা ভাষায় দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল।’

তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য (বেগম খালেদা জিয়ার চিকিৎসায়) সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।’

৮০ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর বুকে সংক্রমণজনিত জটিলতায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের সমস্যাসহ একাধিক রোগে ভুগছেন তিনি। 

সোমবার (১ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন