
ভারতের রাজধানী দিল্লির সুপরিচিত ল্যান্ডমার্ক লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে তীব্র বিস্ফোরণের ঘটনায় অন্তত দশজন নিহত ও আরও কম করে ২৪জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ পুরনো দিল্লির চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে – তারপর আশেপাশে আরো কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন পথচারী রাস্তায় লুটিয়ে পড়েন।
তবে এটি কোনও সন্ত্রাসবাদী হামলার ঘটনা কি না, তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না। দিল্লি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নাকচ করা হচ্ছে না। তবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের শীর্ষ তদন্তকারী সংস্থা এনআইএ-র (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্তের কাজে দিল্লি পুলিশকে সহায়তা করছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে ব্রিফ করেছেন বলে জানানো হয়েছে। এর আগে দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্ফোরণের ঘটনা নিয়ে অবহিত করেন। আহতদের অনেককে স্থানীয় এলএনজিপি হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে আসা ভিস্যুয়ালে দেখা গেছে, যে ভ্যানটিতে প্রথমে বিস্ফোরণ ঘটে তার দরজাগুলো উড়ে গেছে, আশেপাশে বিধ্বস্ত একাধিক গাড়ি পড়ে আছে এবং মাটিতে কয়েকজন লুটিয়ে পড়ে আছেন।সূত্র: বিবিসি বাংলা
পূর্বকোণ/আরআর/পারভেজ