চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাসী নিহত’

জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাসী নিহত’

আন্তর্জাতিক ডেস্ক

৮ নভেম্বর, ২০২৫ | ২:৩৮ অপরাহ্ণ

ভারতের জম্মু কাশ্মীরের কুপওয়ারায় চলছে ‘অপারেশন পিম্পল’। এতে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনীর চিনার কর্পস।

 

তারা বলেছে, লাইন অব কন্ট্রোল দিয়ে সম্ভাব্য অনুপ্রবেশ সংক্রান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার নিরাপত্তা বাহিনী কুপওয়ারার কেরান সেক্টরে যৌথ অভিযানে নামে।

 

এর মধ্যে সতর্ক থাকা সেনারা সীমান্তের কাছে সন্দেহজনক ঘোরাফেরা শনাক্ত করে এবং অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায়। এতে অনুপ্রবেশকারীরা নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে বাধ্য হয়ে সেনারাও পাল্টা গুলি করে। শনিবার এক্সে চিনার কর্পসের দেওয়া বিবৃতিতে এসবই বলা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

 

অভিযান এখনও চলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এর আগে গত ১৪ অক্টোবরও লাইন অব কন্ট্রোল দিয়ে অনুপ্রবেশ চেষ্টা ঠেকাতে গিয়ে কুপওয়ারায় ভারতীয় সেনাবাহিনীর হাতে দুই সন্ত্রাসীর নিহত হওয়ার খবর মিলেছিল।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন