চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি পাকিস্তান-আফগানিস্তান

অনলাইন ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৫ | ১০:৫২ পূর্বাহ্ণ

তুরস্কে দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর জিও টিভির।

বৃহস্পতিবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে, কাতারের দোহায় আফগানিস্তান ও পাকিস্তান যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তাকে আরো শক্তিশালী করতে ২৫ থেকে ৩০ অক্টোবর ইস্তাম্বুলে দুই পক্ষকে নিয়ে বৈঠক করে তুরস্ক ও কাতার।

বৈঠকে উভয়পক্ষ যুদ্ধবিরতি চালু রাখতে সম্মত হয়েছে।

এতে আরো বলা হয়, আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে যুদ্ধবিরতি বাস্তবায়নের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি শান্তি বজায় রাখতে দুপক্ষ একটি পর্যবেক্ষণ এবং যাচাইকরণ ব্যবস্থা রাখবে এবং লঙ্ঘনকারী পক্ষের ওপর শাস্তি আরোপ নিশ্চিত করবে।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিবদমান দুপক্ষ স্থায়ী শান্তি ও স্থিতিশীলতায় সম্মত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে মধ্যস্থতাকারী দুই দেশ তুরস্ক ও কাতার।

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়েছে এবং বর্তমানে তা তলানিতে ঠেকেছে।

এর প্রধান কারণ পাকিস্তানের তালেবানপন্থি রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান বা (টিটিপি)। সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার বেশ কয়েক বছর আগে এই গোষ্ঠীটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের সরকার।

তবে তারপরও বেশ ভালোভাবেই টিকে আছে গোষ্ঠীটি, তৎপরতাও চালিয়ে যাচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন