চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

জাতিসংঘ দপ্তরের সামনে আওয়ামী লীগ কর্মীর ওপর হামলা, বিএনপির একজন গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র পুলিশের হাতে গ্রেপ্তার বিএনপি কর্মী রিয়াজ রহমান হোসাইন

জাতিসংঘ দপ্তরের সামনে আওয়ামী লীগ কর্মীর ওপর হামলা, বিএনপির একজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:১৫ পূর্বাহ্ণ

নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরের বিএনপির শান্তি ও আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ কর্মীর ওপর হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির রিয়াজ রহমান হোসাইন নামের এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া।

 

জানা যায়, বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশ চলছিল। এ সময় ছাত্রলীগ কর্মী হৃদয় মিয়ার সঙ্গে রিয়াজ রহমানের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত নিউইয়র্ক পুলিশ রিয়াজ রহমানকে মাটিতে ফেলে হাতকড়া লাগায়।

 

হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী বলে জানা গেছে।

 

ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন, আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না জানি না, আমাকে কেন গালিগালাজ করছেন? একথা বলতেই অতর্কিতে আমাকে মাথায়, ঘাড়ে ও মুখে ঘুষি মারে।

 

এদিকে ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের কর্মী জিআই রাসেল ভুল করে বিএনপির নির্ধারিত জায়গায় ঢুকে পড়লে বিএনপির নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন