
তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ফের তীব্র গণবিক্ষোভ দেখা দিয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে তাঁর পদত্যাগের দাবি জানায়। রোববার (১৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে বিরোধী দল ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি চাপ প্রয়োগ করছে।
তাদের ভাষ্য অনুযায়ী, গত এক বছরে রিপাবলিকান পিপলস পার্টি- সিএইচপি’র সদস্যদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও মামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে শাসকগোষ্ঠী। বর্তমানে কারাবন্দি বিরোধী নেতা একরেম ইমামোগলুর বিরুদ্ধে চলমান মামলার রায়ের ফলে দলীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।
কারাগার থেকে পাঠানো এক বার্তায় ইমামোগলু অভিযোগ করেন, সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারণের চেষ্টা করছে। এতে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক পদক্ষেপ এবং ভিন্নমত দমনের প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগও করেন। আঙ্কারার সমাবেশে উচ্চস্বরে জানানো হয় এই বার্তা।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে ইমামোগলুকে গ্রেপ্তারের পর থেকেই তুরস্কের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতেও। এসময় থেকে দেশটির মুদ্রা লিরার মান কমতে থাকে এবং সামগ্রিক অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ে।
পূর্বকোণ/আরআর/পারভেজ