চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন পুরো একটি গ্রাম, প্রাণ গেল ১ হাজারের বেশি মানুষের

অনলাইন ডেস্ক

২ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ

সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রাণ গেছে ১ হাজারের বেশি মানুষের। গ্রামটির মাত্র একজন বাসিন্দা বেঁচে আছেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্টের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সুদান লিবারেশন মুভমেন্ট এক বিবৃতিতে জানায়, বেশ কয়েক দিন ধরে প্রবল বর্ষণের পর গত ৩১ আগস্ট ভূমিধস হয়। এতে এক গ্রামের ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

তারাসিন নামের গ্রামটি সুদানের মারা মাউন্টেনস এলাকায় অবস্থিত। এটি দেশটির দারফুর অঞ্চলের মধ্যে পড়েছে। দারফুরের নিয়ন্ত্রণ রয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের কাছে। ভূমিধসে মৃত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে গোষ্ঠীটি।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভূমিধসের তীব্রতায় পুরো গ্রাম মাটির নিচে চাপা পড়ে যায়। ওই এলাকার একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

কয়েক বছর ধরে গৃহযুদ্ধের কবলে থাকা সুদানের জন্য এটি ভয়াবহ বিপর্যয়। দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বড় ধরনের মানবিক সংকট দেখা দিয়েছে। দারফুরের কিছু অঞ্চলে দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গৃহহীন হয়েছে লাখ লাখ মানুষ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন